
প্রভাতী বার্তা ডেস্ক : নারায়ণগঞ্জে ‘আগে সংস্কার তারপর নির্বাচন’ এই স্লোগানে সর্বস্তরের জনগণের ব্যানারে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে একদল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর ড. ইউনূস কর্মসূচির মিছিল নিয়ে চাষাঢ়া থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
এতে বক্তব্য দেন রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ান, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী আল আমিন, সাব্বির ইসলামসহ অন্যান্য ছাত্র-জনতা।
এ সময় বক্তারা বলেন, দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচন চাচ্ছে। কিন্তু আগে সংস্কার তারপর নির্বাচন। তা না হলে স্বৈরাচার হাসিনার মতো তাদেরও পতন হবে। আমরা চাচ্ছি আগে এই দেশে খুনি হাসিনার বিচার হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আমাদের শিক্ষাখাত প্রায় ধ্বংস; চিকিৎসার জন্য ভারতের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। ড. ইউনূস ইতোমধ্যে বড় হাসপাতাল করার উদ্যোগ নিয়েছেন।
তারা আরও বলেন, ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের পর যেসব নির্বাচন হয়েছিল তা কোনো পরিবর্তন হয়নি। আর ড. ইউনূস সরকার যদি শক্ত হয়ে আগে সংস্কার করে তারপর নির্বাচন দেয় তাহলে দেশের পরিবর্তন সম্ভব হবে। আপনারা যদি দেশের ভালো চান আপনাদের কাছে যদি দেশ বড় হয়ে থাকে তাহলে ইউনূসের হাতকে শক্তিশালী করেন। আমরা বিপ্লবের মাধ্যমে যে সরকার বসিয়েছি। আমরা চাচ্ছি না মৌলিক সংস্কারের আগে নির্বাচন হোক।