
কক্সবাজার শহরের ছয় নম্বর জেটি ঘাট থেকে মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক (ফেরি) চলাচল শুরু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ রুটে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো এ সি-ট্রাক (ফেরি) চালু হয়। সি ট্রাক চলাচল শুরুর খবরে দ্বীপ উপজেলা মহেশখালীতে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অনেকে আগ্রহ নিয়ে গোরকঘাটা জেটি ঘাটে সি-ট্রাক দেখতে চলে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের নৌ-রুটে ১০ কিলোমিটার সমুদ্রপথে ফেরি চলাচলের দাবি ছিলো দীর্ঘদিনের। পরে ৫ আগস্টের পর মহেশখালীর জনগনের দাবির প্রেক্ষিতে এই সি-ট্রাক (ফেরি) চালু করেছে সরকার। সাথে যুক্ত হয়েছে পন্টুন। এই সি-ট্রাকে কক্সবাজার শহর থেকে মহেশখালীতে একসাথে ২০০ থেকে ২৫০ জন যাত্রী যাওয়া-আসা করতে পারবেন।
বিআইডব্লিউটিএ এর পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, আজ থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষাম‚লক সি ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে। এজন্য মহেশখালী জেটিঘাটে পল্টুন স্থাপন করা হয়েছে।
এদিকে শুক্রবার সকাল থেকে জেটিঘাটে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদ, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম প্রমুখ।